এস চাঙমা সত্যজিৎ : খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের গোলকপ্রতিমাছড়া একালায় এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
আজ ২৩ জানুয়ারী ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের গোলক প্রতিমাছড়ার ধান্য জমিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
পানছড়ি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও উল্টাছড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নীলপদ চাকমা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্নসাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, খাগড়াছড়ি জেলা কৃষক দলের যুগ্নসম্পাদক আঃ মান্নান জাহাঙ্গীর, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পানছড়ি উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্নআহবায়ক মোঃ মান্নান হোসেন।
বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লোগাং, চেংগী, পানছড়ি সদর, লতিবান ও উল্টাছড়ি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠানের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। বক্তারা সভায় বলেন,শহীদ জিয়ার আদর্শে গড়া এই কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কৃষক যাতে সুযোগ সুবিধা পেতে পারে তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মসূচী কার্যক্রম চালিয়ে যাবে বলে সমাবেশে ঘোষণা করেন। তাই সারাদেশের অংশ হিসেবে এই কর্মসূচীর কাজ করে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
Leave a Reply