আলো প্রতিবেদক : খুলনার রূপসা ব্রিজ সংলগ্ন বালির মাঠে আগামী ২২ জানুয়ারি ২০২৫ থেকে বা উদ্বোদনের দিন থেকে, এক মাসব্যাপী আনন্দ মেলার আয়োজনের জন্য অনুমোদন পেয়েছেন এল.কে. সমাজকল্যাণ যুব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাহিদা আক্তার লাকী।
তারিক,14/1/2025,
অনুমোদনের বিস্তারিত:
১৪ জানুয়ারি ২০২৫ তারিখে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (এম.এম. শাকিলুজ্জামান), বিপি-৭৭০৫১০৫২৫০, উপ-পুলিশ কমিশনার (সদর) (এডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও অতিরিক্ত দায়িত্বে বিশেষ পুলিশ সুপার (সি.এস.বি)-এর পক্ষে মেলার আনুষ্ঠানিক অনুমতি প্রদান করেন।
মেলার উদ্দেশ্য ও আয়োজন
মেলার প্রধান উদ্দেশ্য হলো খুলনা শহরের মানুষের জন্য একটি ইতিবাচক, সুস্থ, এবং নিরাপদ বিনোদনের পরিবেশ তৈরি করা।
নাহিদা আক্তার লাকী জানিয়েছেন, মেলায় থাকবে—
ঝুলন্ত,দোলনা,নাগরদোলা,সার্কাস,নাটক,নৌকা ভ্রমণ,সামাজিক যাত্রাপালা,ট্রেনসহ আধুনিক ও উন্নত মানের বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।
তিনি আরও আশ্বস্ত করেছেন যে, মেলায় কোনো ধরনের অসামাজিক কার্যকলাপের স্থান থাকবে না। মেলা সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে স্বেচ্ছাসেবকদের একটি সক্রিয় দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
শুভেচ্ছা বার্তা:
, _______,_________
আনন্দ মেলা খুলনার মানুষের জন্য একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা হবে এবং এটি সম্পূর্ণ আইনসিদ্ধ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।
প্রত্যাশা:
এল.কে. সমাজকল্যাণ যুব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আয়োজনটি সকলের জন্য আনন্দ এবং নিরাপত্তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Leave a Reply